চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রামুতে কৃষকলীগ নেতা হত্যা, গ্রেপ্তার ২

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

২৮ মার্চ, ২০২৪ | ১২:০০ অপরাহ্ণ

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ার মৌলভীকাটা এলাকার বদুপাড়া গ্রামের কৃষকলীগ নেতা নাজিম মাওলা শাহেদ ওরফে ছায়াকে (২৮) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন ঘাতকের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হল- ওসমান গণি ও আলাউদ্দীন।

 

বুধবার (২৮ মার্চ) দিবাগত রাত আড়াইটায় বদুপাড়া এলাকার পাহাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটায় রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বদুপাড়া গ্রামের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে ওসমান গণি ও আলাউদ্দীন নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. সাইফুল আলম। এসময় তিনি জানান, ২৬ মার্চ রাত পৌনে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপজেলা কৃষক লীগের যুগ্ম-সম্পাদক নাজেম মাওলা শাহেদ ওরফে ছায়াকে কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া গ্রামে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতকরা। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে দুইজনকে বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট