চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে মোটরসাইকেলকে পিষে দিল ট্রাক

বোয়ালখালী সংবাদদাতা

২৭ মার্চ, ২০২৪ | ৮:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মোটরসাইকেলকে পিষে দিয়েছে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক। তবে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণে রক্ষা পেয়েছেন মোটরসাইকেল চালক।

 

বুধবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের আশার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে একটি বালুবাহী ট্রাক (চট্টমেট্রো-ড ১১-৩০৪৭) এসে চোখের পলকে মোটরসাইকেলটিকে পিষে দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. আজাদ ছিটকে পড়ে পায়ে আঘাত পেয়েছেন। তবে গুরুতর নয়।

 

স্থানীয় বাসিন্দা ইউনুস আজম খোকন বলেন, মোটরসাইকেলটি জৈষ্ঠ্যপুরা গ্রামের মো.বদিউল আলমের। বুধবার বিকেলে উপজেলায় যাওয়ার জন্য তার ভাই মো. আজাদ গাড়িটি নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে আজাদ বেঁচে গেছেন। ট্রাকটি চন্দনাইশ থেকে বালু নিতে এসেছিল।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে উভয়পক্ষের সাথে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট