চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

টেকনাফে বসতবাড়ি থেকে শকুন উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১২ ডিসেম্বর, ২০২৩ | ৪:৪১ অপরাহ্ণ

টেকনাফের শাহপরীরদ্বীপে বসতবাড়ি থেকে ২০ কেজি ওজনের একটি হিমালয়ান গ্রিফন শকুন উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপের ডেইলপাড়া এলাকায় মো.আলমের বসতঘর থেকে শকুনটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ খান। তিনি বলেন, খবর পেয়ে সোমবার রাতে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের মো. আলমের বসতবাড়ি থেকে ২০ কেজি ওজনের একটি হিমালয়ান গ্রিফন শকুন উদ্ধার করা হয়। পরবর্তীতে রাতে বন বিভাগের অফিসে এনে শকুনটিকে খাবার দেওয়া হয়। এরপর মঙ্গলবার সকালে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে শকুনটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার দিয়ে শকুনটি অবমুক্ত করা হয়েছে।

 

শাহপরীরদ্বীপ ডেইলপাড়া মো. আলম বলেন, সোমবার সন্ধ্যার দিকে একটি শকুন উড়ে এসে বসতবাড়ির ওঠানে পড়েন। তখন কতগুলো কাক সেটিকে নিয়ে টানাটানি করতে থাকেন। তখন আমি গিয়ে সেটি উদ্ধার করি। উদ্ধারের পর বন বিভাগের সদস্যদের খবর দিলে তারা রাত ৯টার দিকে এসে শকুনটি নিয়ে যায়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট