চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

কালবৈশাখী ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও শিলাবৃষ্টির আভাস রয়েছে। এ সময় পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে, দেশের নদী বন্দরে দেয়া নৌ সতর্কতা সংকেত তুলে নেয়া হয়েছে।

 

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

 

আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৩মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।

 

জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ১টা ৫৩মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৮টা ২৮ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ২টা ১০ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৯টা ৪ মিনিটে।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন