চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে ৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

কর্ণফুলী সংবাদদাতা

৯ মে, ২০২৪ | ৮:২৪ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলার বড়উঠানে অবৈধ দখলে থাকা ১ একর ২১ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার শাহমিরপুর মৌজার সাবান ফ্যাক্টরি এলাকায় বিএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১ একর ২১ শতক ভূমি সিমানা পিলার দিয়ে চিহ্নিত করে সাইনবোর্ড দেওয়া হয়। উদ্ধার ভূমির আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. শওকত জামান ও বড় উঠান ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, এতোদিন ধরে খাস জমিগুলো অবৈধ দখলদার কাছে ছিল। পরে জমিগুলো উদ্ধার করে সেখানে জমির তফসিল উল্লেখ করে বাংলাদেশ সরকারের নামে একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে। পাশে কিছু জমিতে ঘরবাড়ি থাকায় আমরাও মানবিক কারণে তাদের উচ্ছেদ করিনি। পরে উর্ধ্বতন স্যারদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট