চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা

বোয়ালখালী সংবাদদাতা

১১ ডিসেম্বর, ২০২৩ | ১১:৫৩ অপরাহ্ণ

কর্ণফুলী নদীর মাঝখানে বিকল হয়ে কালুরঘাট সেতুতে ধাক্কা দিয়ে আটকে গেল ফেরি। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ফেরির যাত্রীরা।

 

সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নদীর পূর্বপাড় থেকে যানবাহন নিয়ে পশ্চিম পাড়ে যাওয়া পথে এই ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বপাড় থেকে ছেড়ে যাওয়া একটি ফেরি নদীর মাঝখানে হঠাৎ বিকল হয়ে যায়। পানির স্রোতে ফেরিটি ভেসে কালুরঘাট সেতুতে সজোরে ধাক্কা দিয়ে আটকে যায়। তবে ফেরিতে থাকা একটি ট্রাকের সাথে সেতুর স্প্যান লেগে যাওয়ায় ফেরি উল্টে যায়নি। পরে নদীর পশ্চিম প্রান্তে থাকা অপর ফেরিটি এসে বিকল ফেরিটি উদ্ধার করে পূর্ব পাড়ে নিয়ে আসে।

 

ফেরির তদারককারী মো. সাইদুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঠিক কি কারণে ফেরিটি বিকল হয়ে গেছে জানা যায়নি। বর্তমানে নদীতে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট