চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

সর্বশেষ:

থানায় সেবা নিতে টাকা লাগে না: চকরিয়া থানা ওসি

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১১ ডিসেম্বর, ২০২৩ | ১২:০৮ পূর্বাহ্ণ

থানায় জিডি, মামলা, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট কিংবা অন্য যেকোন সেবা নিতে কোন টাকা লাগে না এবং কোন প্রকার ভোগান্তির শিকার কেউ হবে না বলে জানিয়েছেন কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

 

রবিবার (১০ ডিসেম্বর) সিএনজিচালিত অটোরিকশায় মাইক বেঁধে পুরো উপজেলায় এ প্রচারণা চালানো হয়েছে।

 

প্রচারণায় বলা হয়, থানায় সাধারণ ডায়েরি (জিডি), মামলা, পুলিশ ক্লিয়ারেন্স ও অভিযোগ দিতে কোন টাকা লাগে না। সাথে দালালমুক্ত থাকবে চকরিয়া থানা। কেউ টাকা দাবি করলে সরাসরি ওসিকে ফোন দিতে বলা হচ্ছে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিজের দায়িত্ববোধ থেকে এভাবে প্রচারণার উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষের মাঝে পুলিশ সম্পর্কে পজেটিভ ধারণা তৈরি ও হয়রানি থেকে মুক্ত থাকতে আমি সদা সচেষ্ট রয়েছি। এই উদ্যোগ সফল করতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি।

 

এদিকে থানার ওসির সচেতনতামূলক প্রচারণা সাধারণ মানুষ সাদরে গ্রহণ করছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট