চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

ফাইল ছবি

পেঁয়াজের দাম ৫০ টাকায় নেমে আসবে: ভোক্তার ডিজি

অনলাইন ডেস্ক

৪ মে, ২০২৪ | ৯:৪৪ অপরাহ্ণ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আগামী ঈদুল আজহার আগেই পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ টাকার মধ্যে চলে আসতে পারে। ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় এ সম্ভাবনার কথা বলেন তিনি।

 

শনিবার কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

ভোক্তা অধিকারের ডিজি বলেন, ভারত পেয়াঁজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় কোরবানির ঈদের আগেই পেঁয়াজের দাম কেজি প্রতি ৫০ টাকার মধ্যে চলে আসতে পারে।

 

মহাপরিচালক আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনগণের উপকারে আরও নিবিড়ভাবে কাজ করতে পারবে লোকবল বৃদ্ধি ও আইনের সংস্কার হলে। বর্তমানে যে পরিমাণ লোকবল দিয়ে ভোক্তা অধিকার, বিএসটিআই ও খাদ্য অধিদপ্তর চলছে তা খুবই দুঃসাধ্য কাজ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট