চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

পূর্বকোণ অনলাইনকে আরও এগিয়ে নিতে চাই: সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০২৪ | ২:২৭ অপরাহ্ণ

দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দীন চৌধুরী বলেছেন, আজ ষষ্ঠ বছরে পদার্পণ করেছে পূর্বকোণ অনলাইন। ছয় বছরে আমরা যা অর্জন করেছি তার চেয়ে আরও বেশি আমাদের অর্জন করতে হবে। পূর্বকোণের অনলাইন ভার্সন এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে। পৃথিবীর বহু দেশের মানুষ পূর্বকোণ অনলাইনের সংবাদ পড়তে পারছে।

 

শনিবার (৪ মে) সকাল সাড়ে ১১টায় পূর্বকোণ সেন্টারের ইউসুফ চৌধুরী কনফারেন্স রুমে পূর্বকোণ অনলাইনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। love Chattagram (ভালবাসি চট্টগ্রাম) এই প্রতিপাদ্য নিয়ে পূর্বকোণের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।

 

পূর্বকোণ সম্পাদক আরও বলেন, অনলাইন ভার্সন এখন একটি প্রতিযোগিতাপূর্ণ মাধ্যম। নতুন আইডিয়া, নতুন কন্টেন্ট’র মাধ্যমে সকলকে অনলাইনের সাথে যুক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা। আশা করি আমরা ভবিষ্যতে আরও ভালো করব।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দীন চৌধুরী, পূর্বকোণের নির্বাহী পরিচালক জাসির চৌধুরী। পরে অতিথিদের নিয়ে কেক কেটে বর্ষপূতি উদযাপন করা হয়।

 

আশিক আরেফিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন পূর্বকোণের চিফ রিপোর্টার ও হেড অব অনলাইন সাইফুল আলম, সিনিয়র সাব এডিটর হাসনাত মোর্শেদ, মিহরাজ রায়হান, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, পূর্বকোণ লিমিটেডের জিএম মোজাম্মেল জিলানী, হিসাব বিভাগের প্রধান মো. মারুফ, মানবসম্পদ কর্মকর্তা চন্দন শীল, সার্কুলেশন ম্যানেজার তাপস কুমার নন্দীসহ সংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীগণ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট