চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে মো. ফাহিম (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১ জুলাই) সন্ধ্যায় হাটহাজারী পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব দেওয়ান নগর মফিজ চেয়ারম্যান বাড়ি এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানান। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, সন্ধায় মো. ফাহিম নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ