চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা সন্ত্রাসী ‌‘সেলিম ডাকাত’ সহযোগীসহ ধরা, অস্ত্র উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১ জুন, ২০২৩ | ৫:৪৯ অপরাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়কেন্দ্রিক বহু অপকর্মের হোতা এবং কিশোর গ্যাং লিডার সেলিম ডাকাতকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ানশুটারগান, তিন রাউন্ড তাজা কার্তুজ, দুটি গুলির খোসা এবং ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- ২৬ নম্বর নয়াপাড়া ক্যাম্পের আবুল কালামের ছেলে নূর কামাল প্রকাশ মো. সলিম ডাকাত (২২) এবং স্থানীয় সহযোগী হ্নীলা উত্তর জাদিমোরা ব্রিটিশপাড়ার মৃত নজির আহমদের ছেলে মো. ইসমাইল (২১)।

 

বুধবার (৩১ মে) হ্নীলার জাফর মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার হ্নীলার জাফর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সেলিম ডাকাতকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ানশুটারগান, তিন রাউন্ড তাজা কার্তুজ, দুটি গুলির খোসা এবং ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সেলিম কুখ্যাত ডাকাত সর্দার। সে টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণের মূলহোতা। সে এখানে গড়ে তুলেছে ভয়ঙ্কর কিশোর গ্যাং। তারা মাদক সেবন, কেনাবেচা, অপহরণ, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন ও ধর্ষণসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। গ্রেপ্তারদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট