চট্টগ্রাম বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

প্রেমের স্বীকৃতি না দেয়ায় প্রেমিক-প্রেমিকার বিষপান

লামা-আলীকদম সংবাদদাতা

১৭ মে, ২০২৩ | ১০:০২ অপরাহ্ণ

দীর্ঘদিনের প্রেম। দুই পরিবারের পক্ষ থেকে প্রেম মেনে না নেয়ায় একসাথে বিষপান করেছে প্রেমিক জুঁটি। আজ বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টায় লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।

 

বিষপানের পরপরই দুই পরিবারের লোকজন দুইজনকে লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

 

বিষপান করা প্রেমিক মো. রিফাত গাজী (১৫) রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজী পাড়ার ফারুক গাজীর ছেলে এবং প্রেমিকা সানজিদা আক্তার (১৩) একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড টিয়ারঝিরি পাড়ার মো. সেলিম পিসির মেয়ে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, বিষয়টি আমি জেনেছি। দুইজনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। মেয়েটির অবস্থা খুবই আশংকাজনক। এদিকে দুইজনই অপ্রাপ্তবয়স্ক। ছেলের বয়স ১৫ মেয়ের বয়স ১৩ বছর।

 

৫ নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার মো. শাহ আলম বলেন, প্রেমের বিষয়টি এলাকার সবাই জানে। দুইজনের বয়স কম হওয়ায় কেউ মেনে নেয়নি।

 

দুই পরিবার সূত্রে জানা যায়, ছেলে-মেয়ে দুইজন গতকাল ঘর থেকে বের হয়ে গিয়েছিল। আজ বুধবার সন্ধ্যা ৬টায় মেয়ের এলাকার এক পাহাড়ে দুজন একসাথে বিষপান করে। পরে দুই পরিবারের লোকজন তাদের লামা হাসপাতালে নিয়ে আসে।

 

এই বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট