চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সেন্টমার্টিনে যাওয়ার ট্রলার ভাড়া ফ্রি

টেকনাফ সংবাদদাতা

১৭ মে, ২০২৩ | ১০:১৮ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মোখায় সেন্টমার্টিনের যেসব বাসিন্দা টেকনাফে আশ্রয় নিয়েছিলেন তাদের বাড়ি ফেরার জন্য ট্রলারের ভাড়া ফ্রি করে দিয়েছে সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতি। ঘূর্ণিঝড়ের আগে থেকে সেন্টমার্টিন দ্বীপের অনেক পরিবার টেকনাফে চলে এসে বিভিন্ন হোটেল এবং আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এদের মধ্যে অনেকেরই বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও ঘূর্ণিঝড় মোখা কেটে যাওয়ায় আস্তে আস্তে দ্বীপে ফিরতে শুরু করেছে।

 

সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, ঝড়ের প্রভাব থেকে রক্ষা পেতে দ্বীপের যেসব বাসিন্দা বাইরে অবস্থান করছিলেন, তাদের দ্বীপে যেতে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার ভাড়া ফ্রি করা হয়েছে। বিনা খরচে এসব বাসিন্দারা দ্বীপে ফিরতে পারবেন। মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের বাসিন্দাদের যে বা যারা ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন সহায়তা করতে দ্বীপে যাবেন তাদের ভাড়াও ফ্রি করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট