চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

নতুন উচ্চতায় তামিম

২৫ ডিসেম্বর, ২০১৯ | ৬:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তিনি শুধু সময়ের নন, টাইগার ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন। এবার তামিম ইকবালের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। মুশফিকুর রহিমকে টপকে সবার আগে বিপিএলে দুই হাজার রানের ক্লাবে নাম লেখালেন এই ওপেনার। হোম গ্রাউন্ড চট্টগ্রামে গতকাল সিলেট থান্ডারের বিপক্ষে তার ব্যাট থেকে আসে অপরাজিত ৬০। ঢাকা প্লাটুনের হয়ে এই ইনিংসের পথে দুই হাজার রানের মাইলফলক পেরিয়ে যান তিনি। সব মিলিয়ে এই তারকা ব্যাটসম্যান এখন অব্দি তুলেছেন ৬২ ইনিংসে ২০২৯, গড় ৩৬.৮৯। শতরান ১টি আর অর্ধশত ১৮টি। তার ঠিক পেছনেই আছেন আরেক তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিপিএলে ৭২ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৯৩৭ রান। গড় ৩৩.৯৮। তিনে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৪ ইনিংসে তুলেছেন ১৬৯৫। গড় ২৫.৬৮। তাদের পরই ৭৪ ইনিংসে ১৫৬৭ রান করা ইমরুল কায়েস। গতকাল মাইফলকে পা রাখা ম্যাচে সেই চেনা তামিমেরই দেখা মিলল। ইনিংসে তার ব্যাট থেকে এসেছে দুটি ছক্কা। বিপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার তালিকায় এখন তিনি আছেন দুইয়ে। ৬২ ইনিংসে হাঁকালেন ৬৬টি ছক্কা। ৭১ ইনিংসে ৬৪ ছক্কা হাঁকিয়ে এরপরই সাব্বির রহমান। তবে এই রেকর্ডে সবার ওপরে ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যান মাত্র ৩৮ ইনিংস খেলেই বিপিএলে তুলে নিয়েছেন ১২০ ছক্কা!

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট