চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফৌজদারহাট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া সর্বক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিচ্ছে ক্যাডেটরা : জিওসি

নিজস্ব সংবাদদাতা হ সীতাকু-

২২ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেছেন, সীতাকু-ের ফৌজদারহাট ক্যাডেট কলেজ নিঃসন্দেহে দেশের একটি অন্যতম ক্যাডেট কলেজ। এই কলেজ থেকে চলতি বছর ৪৮ জন ক্যাডেট পরীক্ষা দিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে। আবার এদের মধ্যে থেকে ২৭ জন বাংলাদেশ সামরিক বাহিনীতে যোগ দিয়েছে। যা অবশ্যই গৌরবের। এই ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পৃথিবীর বড় বড় বিশ্ব বিদ্যালয় এমনকি ক্যামব্রীজ, হার্ভাড এমনকি নাশাতেও ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটরা দক্ষতার সাথে কাজ করে সুনাম কুড়াচ্ছেন। ক্যাডেট কলেজগুলোতে সরকার যে সুযোগ সুবিধা দেয় তা এককথায় অসাধারণ। গতকাল শনিবার ফৌজদারহাট ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে কলেজের এথলেটিক্স গ্রাউন্ডে প্রধান অতিথিকে বরণ করে নেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ নাজমুল হক সিকদার। তিনি ক্যাডেটদের মনোমুগ্ধকর বিভিন্ন প্রতিযোগিতা ও ডিসপ্লে উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ী ক্যাডেট ও অন্যান্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্যাডেটরা ২৯ টি ইভেন্টে অংশগ্রহণ করে। এর মধ্যে ফজলুল হক হাউস চ্যাম্পিয়ন এবং রানার আপ শহীদুল্লাহ হাউস হয় ।

এছাড়া কর্মকর্তা, অনুষদ সদস্য এবং অন্যান্য কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে কলেজের ৭ম হতে ১২শ শ্রেণি পর্যন্ত প্রথম স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আগত অতিথিগণ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবক, অন্যান্য সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট