চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিলেটের বিপক্ষে সহজ জয়

রাজশাহীর জয়ে ফিরলো ঢাকা প্লাটুন

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৫:০৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু বিপিএলে গতকালের নিজ নিজ খেলায় জিতেছে রাজশাহী ও ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে হারের পর গতকাল প্রথমে তামিম ইকবাল পরে থিসারা পেরেরার ব্যাট হাতে টর্নেডো ইনিংস খেলার পর বল হাতে আসরে প্রথম ৫ উইকেট লাভের সুবাদে জয়ে ফিরে তারকাখচিত দলটি। অন্যদিকে টানা দ্বিতীয় জয় পেলো রাজশাহী। সন্ধ্যার ম্যাচে ঢাকার ১৮০ রানের জবাবে একটা সময় ম্যাচে থাকলেও থিসারা পেরেরার অগ্নিমূর্তিতে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে কুমিল্লার ব্যাটিং বিভাগ। মালানের ৪০, সৌম্য সরকারের ৩৫ ও বানুকা রাজাপক্ষের ২৯ রান সত্ত্বেও ৯ উইকেটে ১৬০-এ গিয়ে থেমে যায়। সুবাদে হার ২০ রানে। দূর্দান্ত বল করা ওয়াহাব রিয়াজ ২ উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হন থিসারা পেরেরা। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের ধৈর্য্যশীল ব্যাটিং এবং থিসারা পেরেরার ব্যাটিং ঝড়ে কুমিল্লা ওয়ারিওর্সকে ১৮১ রানের লক্ষ্য দেয় ঢাকা প্লাটুন। নির্ধারিত ২০ ওভারে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের সংগ্রহ ছিল ৭ উইকেটের বিনিময়ে ১৮০ রান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে উইকেটের এক প্রান্ত আগলে ধরা তামিম ইকবাল আসরে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন। ৫৩ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে তামিম ইকবাল বিদায় নেন। থিসারা পেরো ১৭ বলে ৪২ রানের ইনংস খেলে দলকে দেন বড় সংগ্রহ। কুমিল্লার হয়ে সৌম্য এবং শানাঙ্কা নেন দুটি করে উইকেট।

দিনের প্রথম ম্যাচে সিলেটের দেয়া ৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজশাহী। ইনিংসের তৃতীয় বলেই রানের খাতা খোলার আগেই হজরতউল্লাহ জাজাই ফিরে গেলে শুরু হয় আফিফ এবং লিটন দাসের ব্যাটিং ঝড়। ব্যক্তিগত ৩০ রানে আফিফের বিদায় হলে দলকে জেতানোর গুরুভার পড়ে লিটন এবং শোয়েব মালিকের ওপর। লিটনের অপরাজিত ২৬ বলে ৪৪ রান এবং শোয়েব মালিকের ১৬ রানে ভর করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। এর আগে টসে জিতে সিলেটকে ব্যাট করতে পাঠায় রাজশাহী দলপতি আন্দ্রে রাসেল। মিডল অর্ডারদের ব্যর্থতায় সিলেটের ইনিংস ৯১ রানে থমকে যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট