চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

চলে গেলেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ

চলে গেলেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ

অনলাইন ডেস্ক

২০ জুন, ২০২৫ | ১১:৪৯ অপরাহ্ণ

দেশের ‘ফ্যাশন ফটোগ্রাফির’ পরিচিত মুখ চঞ্চল মাহমুদ মারা গেছেন। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয় বলে মিডিয়াকে বলেছেন আলোকচিত্রী সাহাদাত পারভেজ। বেশ কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। চার দিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

 

চঞ্চল মাহমুদের ছাত্র সাহাদাত পারভেজ বলেন, “ওনার কিডনি ও হার্টের অবস্থা ভালো ছিল না। আগে পাঁচবার তিনি হার্ট অ্যাটাক করেছেন। আজকেই দুবার হার্ট অ্যাটাক হয়েছে। মোট সাতবার হার্ট অ্যাটাক হয়েছে।”

 

বনানী কবরস্থানে শনিবার যোহরের নামাজের পর চঞ্চল মাহমুদের দাফন হতে পারে বলে জানিয়েছেন সাহাদাত পারভেজ।

 

সাড়ে চার দশকের বেশি সময় ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন চঞ্চল মাহমুদ। দেশে ফ্যাশন ফটোগ্রাফিতে তিনি পরিচিত মুখ।‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে তার একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তার ছবি নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গেও যুক্ত।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট