চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

অনলাইন ডেস্ক

৮ নভেম্বর, ২০২৪ | ২:১৭ অপরাহ্ণ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

আজ শুক্রবার দুপুর ২টায় দলটির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।

এর আগে সকাল থেকেই এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা আসতে শুরু করেন।

বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, ঢাকা বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশ নেবেন। যে জন্য তারা সকাল থেকে মিছিলসহকারে আসছেন। ঢাকা মহানগরের সব ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা আসবেন।

তিনি বলেন, রাতেই নয়াপল্টনের মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। স্মরণকালের ঐতিহাসিক শোভাযাত্রা হবে আজ।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট