আসন্ন উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক তুলে দেওয়ার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ৭ জানুয়ারির পর আওয়ামী লীগের দ্বিতীয় পরাজয় হয়েছে। তারাই নৌকা ডুবিয়ে দিয়েছে। এখন তারা নৌকা নিয়ে নির্বাচন করবে না। আওয়ামী লীগের বাড়াবাড়ি এখন ধোপে টিকছে না।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ওলামা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আবদুল মঈন খান বলেন, এখন আর বক্তব্য নয়, কাজ করার সময়। বিএনপি রাজপথে নেমেছে গণতন্ত্র পুনরুদ্ধারে। আওয়ামী লীগের কারণে গণতন্ত্র আজ মৃত। গত ১৫ বছরে আওয়ামী লীগ দ্বিতীয় বাকশাল গঠন করে মানুষের অধিকার হরণ করেছে। তাদের প্রতিটি কর্মকাণ্ড স্বাধীনতার আদর্শের বিরোধী।
৭ জানুয়ারি ইলেকশনের নামে সিলেকশন হয়েছে। আওয়ামী লীগ বিজয় মিছিল নয়, পরাজয়ের মিছিল করছে। সংবিধান নয় সরকারের দুর্নীতি ও লুটপাট প্রীতি রয়েছে। সংবিধানের দোহাই সরকারের প্রহসন মাত্র।
পূর্বকোণ/জেইউ/পারভেজ