গত জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৬৯ শতাংশ হয়েছে। তবে, খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।
আজ রবিবার (৬ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ, জুনে যা ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।
কিন্তু, জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। জুনে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ থাকলেও জুলাইয়ে তা বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ।
তবে, জুলাইয়ে ননফুড পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ, জুনে যা ছিল ৯ দশমিক ৬০ শতাংশ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ