মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির পর ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজলার রসকাঠি এলাকার পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান।
তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান উপজেলা থেকে ট্রলারে করে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ট্রলারটিতে ৫০ জনের মত যাত্রী ছিলেন। সারাদিন বেড়িয়ে ফেরার পথে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় সেটি ডুবে যায়।
পুলিশ সুপার আসলাম খান বলেন, স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করা হয়েছে। অনেকেই সাঁতরে তীরে উঠতে পেরেছেন।
ঘটনাস্থলে পুলিশ রওয়ানা দিয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন এসেছে। তারা উদ্ধার কাজ শুরু করেছে।
নিখোঁজের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ