গেল ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৪৬ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪০ জন মারা গেলেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৩৩৯ জন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ