চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সাধারণ মানুষকে রক্ষায় পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৩ | ১:২১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বোমাবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে রক্ষায় পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।

রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে প্রতিনিয়ত একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, তেমনি মনুষ্যসৃষ্ট দুর্যোগও দেখা যায়। এই হত্যা, লুটপাট, বোমা হামলা, আগুন সন্ত্রাস; সবসময় রাষ্ট্রের অর্থনীতির গতিকে স্তিমিত করার চেষ্টা করে। আর আমাদের প্রতিটি প্রচেষ্টাই হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এক্ষেত্রে পুলিশের ভূমিকা ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

তিনি আরও বলেন, ‘পুলিশ বাহিনী যেন জনগণের আস্থা অর্জন করতে পারে। যেকোন দুর্যোগ মোকাবিলায়, সন্ত্রাস দমন বা কোন কাজ করতে গেলে জনগণের সহায়তা একান্তভাবে দরকার। মানুষ যেকোন বিপদে পুলিশকে পাশে পেলে তারা যেন অত্যন্ত আশ্বস্ত হয়। পুলিশ তার পেশাদারিত্ব ও সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে।’

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট