চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাবি শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া পরীক্ষার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:২৫ অপরাহ্ণ

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বিনামূল্যে পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার জাবির প্রাণ রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইব্রাহিম হোসেন জানান আগামীকাল রোববার সকাল ৯টা থেকে থেকে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে বিশ্ববিদ্যালয়ের ৪৬তম থেকে ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের নমুনা সংগ্রহ শুরু করা হবে।

ড. ইব্রাহিম খলিল বলেন, “আমাদের কাজটা মূলত থ্যালসেমিয়া রোগীদের নিয়ে না। যারা থ্যালাসেমিয়া বহন করছে তাদের নিয়ে। রবি, সোম ও বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ৩শ’ শিক্ষার্থীর নমুণা সংগ্রহ করার পরিকল্পনা আছে। শিক্ষার্থীদের আগাম তথ্য জানাবো তারা যেন সম্পর্কে জড়ানো কিংবা বিয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে পারে। থ্যালাসেমিয়া যদি কেউ বহন করে থাকে, তাহলে তার কোনো ক্ষতি হবে না। থ্যালাসেমিয়া বহন করে এমন কাউকে বিয়ে করলে ক্ষতিটা হবে। দম্পতির দুইজনই থ্যালাসেমিয়া বহনকারী হলে তাদের সন্তান থ্যালাসেমিয়ার রোগ নিয়ে জন্মানোর সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা ২৫%।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট