চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গণপরিষদ ঘেরাও করতে বেরিয়ে পড়ে ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক

৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:০৮ পূর্বাহ্ণ

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার স্বীকৃতির দাবিতে ১৪৪ ধারা ভেঙে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। সেদিন দৃপ্ত স্লোগানে তাদের সঙ্গে যোগ দেন জগন্নাথ কলেজের ছাত্র রফিক উদ্দিন আহমেদ। ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ হন তিনি।

 

ভাষার ইতিহাসে অমর হয়ে আছে একুশের প্রথম এই শহীদ। নূরুল আমিন সরকারের জারি করা ১৪৪ ধারা ভেঙে রাজপথে নেমেছিলেন বরকতও, মিশে গিয়েছিলেন মিছিলের সাগরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র বরকত শহীদ হন। তখন মিছিলে মিছিলে উত্তাল সারা দেশ। উত্তপ্ত ঢাকার নবাবপুর রোডও।

 

৮ বছরের শিশু অহিউল্লাহ তখন তৃতীয় শ্রেণির ছাত্র। তিনিও শরিক হয়েছিলেন মায়ের ভাষার দাবিতে, পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন তিনি। পুলিশের গুলিতে শহীদ হন হাইকোর্টের হিসাবরক্ষণ শাখার কেরানি শফিউর রহমান। বিদ্রোহের হাওয়া তাকেও টেনে এনেছিল মিছিলে। তিনিও ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ উত্তাল স্লোগানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে রাজপথ কাঁপিয়ে তোলেন। ঠিক এমনই সময় শাসকগোষ্ঠীর হুকুমে তাঁবেদার পাকিস্তানি পুলিশ মিছিলে গুলি চালায়। হাঁটু আর কোমরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন আব্দুল জব্বার।

 

১৯৫২ সালে মাতৃভাষার দাবিতে বাঙালি যখন একজোট, তখন পাকিস্তানি শাসকগোষ্ঠী ঢাকায় ১৪৪ ধারা জারি করে। মিটিং-মিছিল নিষিদ্ধ করে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ ১৪৪ ধারা ভঙ্গের ঘোষণা দিয়ে বেরিয়ে আসে রাজপথে। মাতৃভাষার দাবি নিয়ে পাকিস্তান গণপরিষদ ঘেরাও করতে হাজার হাজার ছাত্র- জনতা মিছিলে অংশ নেয়। কিন্তু মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে শুরু হলেও বেশি দূর এগোতে পারেনি।

 

এর পরই পুলিশ মিছিলের ওপর গুলি চালায়। ঢাকার রাজপথে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও একুশের দুপুরে ১৪৪ ধারা ভাঙলেন। ছাত্রীদের মধ্যে নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেত্রী শাফিয়া খাতুন। রক্তের দাগ শুকাতে না শুকাতে প্রতিবাদে পার্লামেন্ট বয়কট করেন আব্দুর রশীদ তর্কবাগীশ। পূর্ব বাংলার প্রধানমন্ত্রী নূরুল আমিনের প্রতি অনাস্থা জানিয়ে ছাত্র- জনতার পাশে মিছিলে যোগ দেন তিনি। সেদিন গণপরিষদের অধিবেশন বয়কট করেন ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত। এর আগে রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে ‘৪৮-এর ২৩ ফেব্রুয়ারি গণপরিষদের প্রথম অধিবেশনে তিনিই প্রথম দাবি জানিয়েছিলেন রাষ্ট্রভাষা বাংলার।

 

 

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট