চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মোসাদ লক্ষ্য করে হিজবুল্লাহ-হুতির ফের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

১ অক্টোবর, ২০২৪ | ৬:৩০ অপরাহ্ণ

তেল আবিবে অবস্থিত ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে আবারও রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

 

মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

 

হিজবুল্লাহ বলছে, তারা তেল আবিবে অবস্থিত মোসাদ এবং ইউনিট ৮২০০’র সদর দফতর লক্ষ্য করে ‘ফাদি-৪’ রকেট উৎক্ষেপণ করেছে।

 

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর গ্লিলত ঘাঁটি ও মোসাদ হেডকোয়ার্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। গোষ্ঠীটি তাদের ভান্ডারে থাকা ফাদি-৪ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছিল। এতে দুজন আহত হয়েছে বলে জানিয়েছে, ইসরায়েল স্বাস্থ্য বিভাগ।

 

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ইসরায়েলের তেল আবিবের কাছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট ছোড়ার কথা জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন