চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গণহত্যার ঝুঁকিতে রয়েছে মিয়ানমারে রয়ে যাওয়া রোহিঙ্গারা : জাতিসংঘ

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

যেসব রোহিঙ্গা এখনো মিয়ানমারে রয়ে গেছেন তাদের ওপর নির্যাতন করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। তারা এমনকি গণহত্যার ঝুঁকি নিয়েই সেখানে বাস করছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ বা তথ্যানুসন্ধান দল তাদের প্রতিবেদনে এ ঝুঁকির কথা উল্লেখ করেছে। তারা আবারও মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন জেনারেলকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাখাইন রাজ্যে এখনও প্রায় ৬ লাখ রোহিঙ্গা বাস করছে। তাদের চলাফেরার উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর প্রভাব তাদের মৌলিক চাহিদার উপরও পড়েছে। আর এ কারণেই বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীর রাখাইনে ফেরা অসম্ভব হয়ে উঠেছে। [প্রহরারত মিয়ানমার পুলিশ]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট