চট্টগ্রাম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

১৭ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার হলেন প্রথম শ্রমিক

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৩ | ৮:৫০ অপরাহ্ণ

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা শুরু হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আটটা ২৭ মিনিটের দিকে তিন শ্রমিককে বের করে আনা হয়েছে। একে একে  ৪১ শ্রমিককে সুড়ঙ্গ থেকে বের করে আনা হবে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে। তবে রাত নয়টা পর্যন্ত ৪১ জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

 

কর্মকর্তাদের উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হচ্ছে, সব শ্রমিকদের বের করে আনতে দুই ঘণ্টা সময় লাগবে। আটকে পড়া শ্রমিকদের সেবায় সেখানে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। এখানেই শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সুড়ঙ্গের মুখে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স।ভারতীয় বিমানবাহিনীর একটি চিনুক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকৃত কোনও শ্রমিকের জরুরি চিকিৎসা প্রয়োজন হলে তাদের এয়ারলিফট করে বড় হাসপাতালে নিয়ে  যেতে এই হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন