চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

ইউক্রেন ইস্যুতে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২২ | ৫:০৮ অপরাহ্ণ

ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ইস্যুতে আবারও বেড়েছে তেলের দাম।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ৭ বছরের মধ্যে এই প্রথম ব্যারল প্রতি ১০০ ডলার হলো তেলের দাম। এছাড়া, এশিয়ার শেয়ার বাজারেও ২ থেকে ৩ শতাংশ নেমেছে সূচক।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার হামলার জোরালো আশঙ্কার মধ্যেই কিয়েভে বিস্ফোরণের খবর সামনে এলো।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

বিবিসির সংবাদদাতারা এর আগে নিশ্চিত করেছিলেন যে, তারা রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেতস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক এলাকায়ও বিকট শব্দ শুনেছেন।

পূর্বকোণ/এএ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট