চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৮১ দিনের মধ্যে ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে স্বস্তি

২০ জুন, ২০২১ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ভারতে করোনা মহামারীর কিছুটা স্বস্তির মধ্যে গত ২৪ ঘণ্টায় কমছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। মহামারির ধাক্কা কাটিয়ে গত ৮১ দিনের মধ্যে সবচেয়ে কম মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া দৈনিক মৃত্যুও নেমে এসেছে দেড় হাজারের কাছাকাছি। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।
রবিবার (২০ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় আড়াই হাজার। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৭৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৭১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জন।
এছাড়া টানা ৮১ দিন পর ভারতে এই প্রথম দৈনিক শনাক্ত নতুন রোগীর সংখ্যা নেমে এলো ৬০ হাজারের নিচে। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৬৫ জনে।
এদিকে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি মানুষ সুস্থ হয়ে ওঠায় ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ৭ লাখ ২৯ হাজারের ঘরে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ৩০ হাজারের বেশি। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ২৪৩ জন। সূত্র: এএনআই

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট