চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

‘মুজিব’ ট্রেলারের প্রশংসায় দেলোয়ার জাহান ঝন্টু

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে, ২০২২ | ১০:৪০ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভর ভূয়সী প্রশংসা করেছেন প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ট্রেলারে যা দেখলাম, বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভকে ভালোই মানিয়েছে। লং শটে শুভকে দেখে তো মনে হয়েছে বঙ্গবন্ধুই দাঁড়িয়ে আছেন। ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুর চরিত্রে শুভকে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। আমি ফেলে দেওয়ার মতো পরিচালক নই। আমার কথার গ্রহণযোগ্যতা আছে।

তিনি বলেন, মেকিংয়ের ক্ষেত্রে সিনেমায় ভুল ত্রুটি থাকেই। শুধু ট্রেলার বা দুয়েকটা ত্রুটি দেখেই কোনো ছবিকে খারাপ বলার সুযোগ নেই। এখানে যে মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সময় এতো উন্নতমানের মাইক্রোফোন ছিল না। ট্রেলারে আরো কিছু ত্রুটি দেখেছি। তবে পরিচালক ছবিটি ভালো করার চেষ্টা করেছেন। ভালোকে ভালো বলতেই হবে। আমিও একজন নির্মাতা।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট