চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

নববর্ষে প্রত্যাশা

ইমরুল কায়েস

১ জানুয়ারি, ২০২০ | ৫:২৬ পূর্বাহ্ণ

নতুন স্বপ্ন আর প্রত্যাশায় শুরু হলো ইংরেজি নতুন বছরের নতুন দিন। সময়ই বলে দেবে নতুন বছরে আমরা আমাদের স্বপ্ন কতটুকু পূরণ করতে পারবো। গত বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব ও নতুন বছরের পরিকল্পনাকে আরও উজ্জীবিত করবে। তবে ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে মঙ্গলময় ভালো কিছুর প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়া শপথ সকলের। আমাদের বিশ^াস, নবজাগরণে নতুন স্বপ্ন আর প্রত্যাশাগুলো বাস্তবায়িত হবে প্রতিটা পদক্ষেপে। সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার, প্রতিটি মানুষ ফিরে পাবে তার কাঙ্খিত অধিকার। ঐক্যবদ্ধ প্রচেষ্টা হোক আমাদের স্বপ্নের বাস্তবায়নে। নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা হোক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং বিভেদহীন সমাজ বির্ণিমানে কাজ করার। অবিচল প্রচেষ্টায় আগামীর সুখময় বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টায় কাজ বাস্তবায়িত হওয়াও জরুরি। উন্নয়নশীল দেশ হিসেবে ইতোমধ্যেই আমরা স্বীকৃতি পেয়েছি। উন্নত এবং স্বয়ংস্পূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশ্রম, সৎ ও আন্তরিকতাপূর্ণ সংকল্প নিয়ে দেশের জন্য একজোট হয়ে কাজ করতে হবে। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই দেশ যেন সামনের দিকে মর্যাদা সমুন্নত রেখে এগিয়ে যেতে পারে নতুন বছরে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে সফলতা অবশ্যম্ভাবী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট