চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুক্তিযোদ্ধা প্রণব কুমার ধরকে রাষ্ট্রীয় মর্যাদা না দিয়ে সমাহিত

৪ সদস্যের তদন্ত কমিটি, ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা হ সাতকানিয়া

২৪ জানুয়ারি, ২০২০ | ৮:২২ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় প্রয়াত মুক্তিযোদ্ধা প্রণব কুমার ধর প্রকাশ পি কে ধর রুনুকে রাষ্ট্রীয় মর্যাদা না দিয়ে সমাহিত করায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সাতকানিয়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় এই কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় সাতকানিয়া-বাঁশখালী উপজেলার সীমান্তবর্তী চূড়ামনি ও লটমনি এলাকার সকল ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

আগামী ১৫ দিনের মধ্যে সকল ইটভাটার পরিবেশ ছাড়পত্র, কৃষি বিভাগের ছাড়পত্রসহ সকল বৈধ কাগজপত্র দাখিলের নির্দেশ দেন তিনি। এতে মুক্তিযোদ্ধা প্রণব কুমার ধরকে রাষ্ট্রীয় সম্মাননা না দেয়ায় ক্ষোভ জানিয়ে এমপি নদভী বলেন, রুনু-দা অত্যন্ত ভালো একজন মানুষ। তার মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মাননা না দেয়ায় ইউএনও’র যথেষ্ট অবহেলা রয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৫

দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এডভোকেট প্রদীপ কুমার চৌধুরীকে নিয়ে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ডলুব্রিজ অবৈধভাবে গড়ে উঠা গাড়ির স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অবৈধভাবে যানবাহনের স্ট্যান্ড তৈরি করে যানজটের সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীর, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, হাইওয়ে থানার ওসি ইয়াসিন আরাফাত, মুক্তিযোদ্ধা আবু তাহের এলএমজি, বিআরডিবির চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, এওচিয়া ইউপি চেয়াম্যান নজরুল ইসলাম মানিক, ঢেমশা ইউপি চেয়ারম্যান মো. রিদুয়ান, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, কালিয়াইশ ইউপি চেয়ারম্যান হাফেজ আহমদ, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস দত্ত, ধর্মপুর ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ, পুরানগড় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক সিকদার, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.টি.এম মঞ্জুর মোর্শেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ছোহরাব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আশীষ চিরাণ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট