চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

হাজারী লেইনে রামঠাকুর উৎসবে ধর্মসম্মেলনে মেয়র

যুগে যুগে মহামানবেরা আসেন অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে

২১ জানুয়ারি, ২০২০ | ১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, যুগে যুগে মহামানবেরা আসেন ধরিত্রীকে আলোকিত করে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের জন্য। তাঁরা মানবতাকে প্রতিষ্ঠা করে মানুষে মানুষে সৌভ্রাতৃত্বের বন্ধন রচনা করেন। তারা মানবতার জয়গান গেয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ভালবেসেছেন। তিনি গত রবিবার নগরীর হাজারী লেইনে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেব (রামঠাকুর) স্মরণে ৪১তম বার্ষিক মহোৎসবের ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চসিক ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে ও রতন আচার্য্যরে সঞ্চালনায় মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে ধর্মসম্মেলনের উদ্বোধন করেন গোপাল দত্ত ও এডভোকেট তপন কান্তি দাশ।

স্বাগত বক্তব্য রাখেন প্রশান্ত কুমার পান্ডে। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা অমল মিত্র, লায়ন কালীপদ দাশ, পটিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, দুলাল নাথ, শিবু প্রসাদ দাশ, তপন দাশ বাচ্চু, গৌতম নন্দী বাপ্পী প্রমুখ। অনুষ্ঠানে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার এবং স্থানীয় শিল্পীরা। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত মহানাম ২০ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন চলবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট