চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারী গোবিন্দ ঠাকুর গুণালংকার মহাথেরোর স্মরণসভা

২০ জানুয়ারি, ২০২০ | ৪:৫০ পূর্বাহ্ণ

উপ-মহাদেশের বাঙালি বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু ও আধ্যাত্মিক সাধক গোবিন্দ ঠাকুর ও উপ-সংঘরাজ গুনালংকার মহাথেরোর স্মরণসভা গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সংলগ্ন জোবরাস্থ গুরু গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মন্দির পরিচালনা কমিটি ও মেলা উদযাপন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপ-সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাথেরো। এতে প্রধান অতিথি ছিলেন উপ-সংঘরাজ ডক্টর শীলানন্দ মহাথেরো। কল্যাণ বড়–য়ার সঞ্চালনায় প্রধান সধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি বুদ্ধরক্ষিত মহাথেরো। অনুষ্ঠানের উদ্বোধন করেন শীল রক্ষিত মহাথেরো। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস. লোকজিৎ থের। বিশেষ সধর্মদেশক ছিলেন জিনালংকার মহাথের। মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ডক্টর জ্ঞানরতœ মহাথের। অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথ আমদানি ও রপ্তানি এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মৃদুল বড়–য়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশের অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তা প্রভাত কুমার বড়–য়া, চিকিৎসক অধ্যাপক পরিতোষ বড়–য়া, চলন্তিকা সাহিত্য একাডেমির মহাপরিচালক সমীরণ বড়–য়া। বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব সুভাষ চন্দ বড়–য়া, প্রিয়া নন্দ মহাথের, মৈত্রীপ্রিয় মহাথের, জগদীশ চন্দ্র বড়–য়া, বিধান চন্দ্র বড়–য়া, শ্যামল কান্তি বড়–য়া, সুজন বড়–য়া, সুজিত বড়–য়া, বাদল বড়ুয়া, জয়কান্তি বড়–য়া, সিদ্ধার্থ বড়–য়া ও প্রফুল্ল বড়–য়া।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট