চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২৪ ও ২৫ মে সেইলর দৃষ্টি চিটাগাং ওপেন

১৬ মে, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও ইপিলিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সেইলর এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতা ‘সেইলর দৃষ্টি চিটাগাং ওপেন’। জাতীয় পর্যায়ের প্রাক্তন ও বর্তমান বিতার্কিকদের অংশগ্রহণে এ ধরণের বিতর্ক প্রতিযোগিতা এই প্রথমবারের মত চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ মে সকাল ১০টায় প্রতিযোগিতা উদ্বোধন হবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। জাতীয় পর্যায়ের ১৬ জন প্রাক্তন বিতার্কিক ও বর্তমানের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন বিতার্কিকদের সমন্বয়য়ে ২৪টি দল এই উন্মুক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, সার্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইআইইউসি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নটরডেম কলেজ, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, হাজি মুহাম্মদ মহসীন কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি কমার্স কলেজ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ এর মত নামকরা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান বিতার্কিকরা এই প্রতিযোগিতায় বিতর্কযুদ্ধে লিপ্ত হবেন। এই প্রতিযোগিতার প্রধান আকর্ষণ হচ্ছে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের যেকোন তিনজন বিতার্কিকের সমন্বয়ে বিতর্ক দল গঠনের সুযোগ। অনলাইন আবেদনের মাধ্যমে প্রাপ্ত ৮০টি দল হতে নির্বাচিত ২৪টি দল নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট