চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় মেয়র

আজকের শিশুরাই হবে জাতির ভবিষ্যত কর্ণধার

৭ ডিসেম্বর, ২০১৯ | ৫:১৮ পূর্বাহ্ণ

আন্দরকিল্লাস্থ রাজাপুকুর লেইন লোকনাথ মন্দির প্রাঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জাবেদুল আলম সুমনের সভাপতিত্বে ও হারুনুর রশীদ সানির সঞ্চালনায় অনুষ্ঠানে মো. আনিস মিয়া, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বাদল মিত্র, আশিষ কুমার ভট্টাচার্য, রাজীব মিত্র প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াহেদ রাসেল। প্রতিযোগিতায় নগরীর ২ শতাধিক শিশু কিশোর অংশ গ্রহণ করে। এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে সিটি মেয়র বলেন, শিশুদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। আজকের শিশুদেরকে সঠিক, সুস্থ, সুন্দরভাবে গড়ে তুলতে হলে অভিভাবক, পরিবার, রাষ্ট্র, সমাজকে দায়িত্ব পালন করতে হবে। আজকের শিশুরাই হবে জাতির কর্ণধার। এদেশকে এগিয়ে নেবে তারাই। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট