চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

সীমানা নির্ধারণ না করে ভাসান চরকে থানা ঘোষণা করায় সন্দ্বীপবাসীর প্রতিবাদ

২ নভেম্বর, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

সীমানা নির্ধারণ না করে ভাসান চরকে থানা ঘোষণা করায় সন্দ্বীপ নাগরিক সমাজের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে হাতে হাত রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সন্দ্বীপবাসী।

গতকাল (শুক্রবার) সকাল ১০টায় এই প্রতিবাদ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শাহ আলম বলেন, সীমানা নির্ধারণ না করেই চট্টগ্রামের সন্দ্বীপের সাবেক ন্যায়মস্তি বর্তমান ভাসান চরকে নতুন থানা ঘোষণা করায় আমরা সন্দ্বীপবাসী মর্মাহত, ব্যথিত। আমরা মনে করি প্রশাসসের ভেতরে লুকিয়ে থাকা অতিউৎসাহী কর্মকর্তারাই এমন দুঃসাহস দেখিয়েছে। কেননা উপরোক্ত বিষয়ে হাই কোর্টে চলমান একাধিক মামলা রয়েছে। আমরা উপরোক্ত বিষয়ে ভারাক্রান্ত হৃদয়ে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।

সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মুকতাদের আজাদ খানের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসাইন। বক্তব্য রাখেন সন্দ্বীপ নাগরিক সমাজের মিজানুর রহমান বাবু, আবদুল কাদের মানিক, এডভোকেট তসলিমুল আলম, রেফায়েত হোসেন রিপন, মাকছুদুর রহমান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম সন্দ্বীপের সাবেক সভাপতি এডভোকেট মো. সলিমুল্লাহ, এস.এম ইব্রাহীম, লায়ন শামশুল আলম, প্রকৌশলী শামশুল মাওলা, এডভোকেট এ এইচ এম মাইনুল আমিন, এডভোকেট কফিল উদ্দীন, এডভোকেট মো. মোস্তফা, সাবেক চেয়ারম্যান নূরুল আবছার চৌধুরী শাহনেওয়াজ, জিয়াউল হাসান শিবলু, মাস্টার আবছার উদ্দীন, মাওলানা দিদারুল মাওলা, তরুণ চক্রবর্তী, কামাল পাশা, আলমগীর শাহনেওয়াজ সাগর, আজমত আলী বাহাদুর প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট