চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা ফটিকছড়িতে পাগলের দেয়া অগুনে পুড়েছে ঘর

২২ অক্টোবর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে গতকাল ২১অক্টোবর পাগল পুত্রের দেয়া আগুনে এক ব্যক্তির ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানাগেছে ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের খন্দকার পাড়া গ্রামের মৃত আতাউল হকের ছেলে ফরিদুল আলমের টিনের ঘওে গতকাল সকাল সাড়ে ন’টা নাগাদ আগুন লাগিয়ে দেয় ফরিদুল আলমের মানসিক ভারসাম্যহীন পুত্র মো.আজম(৩২)। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে আশ পাশের প্রতিবেশীরা আগুন নেভাতে এগিয়ে এলে উক্ত পাগল হাতে একটি ধারালো দা নিয়ে প্রতিবেশীদের আগুন নেভাতে বাধা দেয়। এক পর্যায়ে স্থানীয় জনতা তাকে ইট পাথর ছুড়ে কাবু করে ধরে বেঁধে রেখে আগুন নেভাতে চেষ্টা চালায়। ততক্ষণে ফায়ার সার্ভিসের একটি গাড়িও ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ করে। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। আগুনে উক্ত ঘরে থাকা আসবাব পত্র, ১০টি সেলাই মেশিন, টিভি, ফ্রিজ, জায়গা জমির দলিলপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। এতে উক্ত ব্যক্তির অন্তত দশলাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে উক্ত খন্দকার পাড়া সমাজের সর্দার মাহবুবুল বশর জানিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট