চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ডাকাতের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক 

২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ডাকাতের আস্তায় অভিযানে গিয়ে ছুরির আঘাতে দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ওই আস্তানা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওই আস্তানা থেকে নগদ ২ লাখ ১২ হাজার টাকা ও ঘর ভাঙার সরঞ্জাম ও কিছু ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুই ডাকাত হলো- তারেক (২২) ও জুয়েল (৪০)।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বারেক বিল্ডিং মোড়ের পাশে একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ। তিনি বলেন, আমাদের কাছে খবর ছিল ওই আস্তানায় বসে থেকে আগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের মধ্যে টাকা নিয়ে ভাগ ভাটোয়ারার সমস্যাও ছিল। খবর পেয়ে বিকেলে পুলিশ সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তিতে ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য গ্রেপ্তার হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠনো হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট