বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে উত্তর জেলা বিএনপির জনসভা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনসভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।
তিনি পূর্বকোণকে বলেন, কেন্দ্রের সাথে যোগাযোগ করে উত্তর জেলা বিএনপির আজকের জনসভা স্থগিত করা হয়েছে। এই জনসভা কখন হবে সেটি পরে জানানো হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি নুর আহমদ সড়ক চত্বরে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় উত্তর জেলা বিএনপির জনসভা হওয়ার কথা ছিল। তবে আজ ভোর ৬টায় সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করায় জনসভাটি স্থগিত করা হয়। অবশ্য এই জনসভায় প্রধান বক্তা থাকার কথা ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের।
পূর্বকোণ/এএইচ