চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে আমির খসরু মাহমুদ চৌধুরীর শোক

অনলাইন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৯ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। দেশ ও জাতীয়তাবাদী দল এক ত্যাগী, সাহসী, সংগ্রামী সজ্জন ও বর্ণাঢ্য রাজনীতিবিদকে হারাল। দেশ ও দলের জন্য তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। দেশের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার অবদান দেশ, জাতি‌ ও দল চিরদিন মনে রাখবে। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল। তার কর্মের মধ্যে দিয়ে তিনি নেতা-কর্মীদের কাছে অমর হয়ে থাকবেন।’

 

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট