চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৮ পূর্বাহ্ণ

এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।

 

এদিকে, একই দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষার্থীরাও গতকাল থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে কর্মসূচি পালন শুরু করেন। তারাও পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন।

 

গতকাল দুপুর ১২টায় মেডিকেল শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পাশাপাশি হাসপাতাল পরিচালক এবং কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ কর্মবিরতি ও ক্লাস বর্জন চলমান থাকবে।

 

চমেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস কাউন্সিলের সদস্য ডা. আহমেদ হাসনাইন জোহেব বলেন, শাটডাউন চলাকালে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেয়নি। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ও কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

 

চমেক পঞ্চম বর্ষের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। তাদের সাথে একত্মতা প্রকাশ করে শিক্ষার্থীরাও শ্রেণি কার্যক্রম বন্ধ রেখেছেন।

 

জানা গেছে, চমেক হাসপাতালে প্রায় ১৮০ জন ইন্টার্ন চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন। গতকাল থেকে এসব চিকিৎসক কাজে যোগ না দেয়ায় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কয়েকজন চিকিৎসক জানান, বড় একটি অংশ হচ্ছে ট্রেইনি চিকিৎসক। তাদের অনুপস্থিতিতে কিছুটা সমস্যাতো হচ্ছেই।

 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, সারা দেশের মতো চট্টগ্রামেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা না থাকায় আমরা অন্য চিকিৎসকদের দিয়ে হাসপাতালের সেবা কার্যক্রম চালিয়ে নিচ্ছি।

 

শিক্ষার্থীদের দাবি হলো, এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ চিকিৎসক লিখতে পারবে না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে সরকার ম্যাটসদের (মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট