চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

অনন্যা আবাসিকে দেড় যুগেও গড়ে উঠেনি বসতি

ইমরান বিন ছবুর

২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৬ পূর্বাহ্ণ

বরাদ্দের ১৭ বছর পরও জনবসতি গড়ে উঠেনি নগরীর অনন্যা আবাসিক এলাকায়। ২০০৮ সালে অক্সিজেন এলাকার অনন্যায় আবাসিক, কমার্শিয়াল, শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৭৩৩টি প্লট বরাদ্দ দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বরাদ্দের প্রায় দেড় যুগেও একটি মাত্র বেসরকারি হাসপাতাল ছাড়া এখনো কোন স্থাপনা গড়ে উঠেনি সেখানে। আবাসিকে কোন স্থাপনা নির্মাণ না হওয়ায় সিডিএকে দায়ী করছেন প্লট মালিকরা।

 

গত বছরের ১৮ ডিসেম্বর অনন্যা আবাসিকের প্লট মালিকদের সংগঠন ‘অনন্যা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটি’র নেতৃবৃন্দ সিডিএ’র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা আবাসিকে পুলিশ ফাঁড়ি ও আনসার ক্যাম্প স্থাপন এবং অভ্যন্তরীণ সড়কগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হস্তান্তরসহ ১৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি সিডিএ চেয়ারম্যানের হাতে তুলে দেন।

 

গতকাল রবিবার সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, আবাসিক এলাকায় বিদ্যুতের খুঁটিগুলোর দাঁড়িয়ে থাকার বয়সও এক যুগের বেশি। খুঁটিতে টানানো তারগুলো লুজ হয়ে গেছে। প্লটে প্লটে ঘাসের রাজত্ব। প্লটের সাথে লাগোয়া রাস্তাগুলো ঠিক নেই। ড্রেনের ব্যবস্থা গড়ে উঠেনি। চারদিকে নিরাপত্তা দেয়াল নেই।

 

একাধিক প্লট মালিকের অভিযোগ, বসবাসের উপযোগী পরিবেশ গড়ে না উঠায় তাদের ওখানে যেতে অনীহা। আবাসিকের রাস্তাগুলো কার্পেটিং করা হয়নি। কাছাকাছি কোনো বাজার নেই, বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। আবার বাড়ি নির্মাণের জন্য অনেকের মূলধন নেই, ব্যাংক থেকে বা ব্যক্তি পর্যায়ে ঋণ নিয়ে বিনিয়োগ করলেও তা পুনরুদ্ধারে অনিশ্চয়তা রয়েছে। রাত হলে বসে মাদকসেবী এবং জুয়াড়িদের আড্ডা।

 

অনন্যা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও সাবেক অতিরিক্ত সচিব মো. জাফর আলম বলেন, একটি আবাসন প্রকল্প গ্রহণ করা হলে অনেক বিষয়ে মনিটরিং করা হয়, কিন্তু অনন্যা আবাসিকে প্লট হস্তান্তরের পর এসব বিষয় মনিটরিং করা হয়নি। অনন্যার আশপাশে অনেকেই ভবন নির্মাণ করলেও অনন্যায় কোন ভবন নির্মিত হয়নি। গুজবের কারণে অনেক প্লট মালিক প্লট বিক্রি করে অন্যত্র চলে গেছেন। রাস্তাঘাট, সংস্কার ও ইউটিলিটি সার্ভিস না হলে এখানে কেউ ভবন নির্মাণে আগ্রহী হবেন না।

 

অনন্যা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি প্রফেসর ড. এম এ গফুর বলেন, অনন্যা আবাসিকে পুলিশ ফাঁড়ি ও আনসার ক্যাম্প স্থাপন এবং অভ্যন্তরীণ সড়কগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হস্তান্তরসহ আমরা ১৮ দফা দাবির একটি স্মারকলিপি সিডিএ চেয়ারম্যানকে দিয়েছি। তিনি যদি গুরুত্ব দিয়ে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করেন আশা করছি প্লট মালিকরা এখানে ভবন নির্মাণে আগ্রহী হবেন। এটি একটি পরিকল্পিত আবাসিক হিসেবে গড়ে উঠবে।

 

জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ভবন বা স্থাপনা নির্মাণের জন্যই অনন্যা আবাসিকে প্লট বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত প্লট মালিকরা ভবন নির্মাণ না করা দুঃখজনক। সম্প্রতি অনন্যা আবাসিকের প্লট মালিকরা আমার সাথে দেখা করে তাদের কিছু দাবি জানিয়েছেন। আমি তাদের নিয়ে আবার বসবো। কিভাবে দ্রæত সময়ের মধ্যে সেখানে ভবন নির্মাণের ব্যবস্থা করা যায়, আমরা প্লট মালিকদের নিয়ে সে ব্যবস্থা করবো।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট