নগরীর জাকির হোসেন সড়কের ফুটপাত উচ্ছেদের পর ফের দখল করেছে হকাররা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ মোড় থেকে হলি ক্রিসেন্ট হাসপাতাল পর্যন্ত ফুটপাতের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়।
এসময় অভিযানের খবর পেয়ে দখলদারদের কেউ কেউ মালামাল নিয়ে সরে যায়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া চসিকের কর্মকর্তা-কর্মীরা অভিযান শেষে চলে যাওয়ার এক থেকে দেড় ঘণ্টার ব্যবধানে হকাররা ফের ফুটপাত দখল করে নেয়।
এদিকে, উচ্ছেদের পর এভাবে পুনরায় ফুটপাত দখল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পথচারী ও স্থানীয়রা। ফুটপাত দখলের কারণ হিসেবে চসিকের নজরদারির অভাব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করছেন পথচারী, শিক্ষার্থী ও স্থানীয়রা।
ওমরগণি এমইএস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ওমর ফারুক ক্ষোভ প্রকাশ করে বলে, সকালে কলেজে যাওয়ার সময় ফুটপাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদ কার্যক্রম দেশে স্বস্তি পাই। কিন্তু কলেজ থেকে ফেরার সময় দেখি ঠিক আগের মতো সব দখল হয়ে গেছে। ফুটপাতে আমাদের হাঁটার জায়গাটুকু নেই। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে আমাদের সড়কে হাঁটতে হয়। এসব ফুটপাতে সন্ধ্যা হলে মাদকও বেচাকেনা হয়।
এ সম্পর্কে জানতে চাইলে চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন, জাকির হোসেন সড়কের ফুটপাত দখলের ব্যাপারে জানতে পেরে বুধবার সকালে আমাদের একটি টিম সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেয়। তবে অভিযানের খবর পেয়ে অনেকেই মালামাল নিয়ে পালিয়ে যায়। তারাই পরে হয়তো আবার বসেছে।
পূর্বকোণ/ইব