আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও প্রকৃত মূল্য মুছে দিয়ে বাড়তি দামে বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরের কাজীর দেউড়ি বাজারে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ এই অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ গণমাধ্যমকে বলেন, রমজানকে পুঁজি করে জনগণের সাথে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। বাজার তদারকি অভিযান আগামীতেও চলবে, আর অসাধুদের শাস্তি আরও কঠোর হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ