চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

চান্দগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-কক্সবাজার জেলার মহেশখালী থানার উত্তর রাজঘাট এলাকার মাছুদ আলীর ছেলে মো. খোকন (২৮) ও চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে মো. নিজাম উদ্দীন (৩৫)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর ট্রাফিক পুলিশের (উত্তর) সহকারী কমিশনার শরিফুল আলম। তিনি বলেন, সকাল থেকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় আমরা অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালাতে গেলে কনস্টেবল কালা চাঁন মিয়ার গায়ে হাত দেয় শ্রমিকরা। পরে তারা সংঘবদ্ধাভাবে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট