চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চান্দগাঁওয়ে সমবায় সমিতির নামে ২ কোটি টাকা আত্মসাৎ, মূল প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৪৫ অপরাহ্ণ

চান্দগাঁওয়ে সমবায় সমিতির নামে ২ কোটি টাকা আত্মসাৎ, মূল প্রতারক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় সমবায় সমিতির নামে প্রতারণা করে ২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মূল প্রতারক রাশেদুল ইসলাম রাজকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাজ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আব্দুল আজিজের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন।

তিনি জানান, চান্দগাঁও প্রাইম শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও প্রাইম দারিদ্র ও শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাজ। রাশেদুল প্রায় ২৫০ থেকে ৩০০ জনের কাছ থেকে দুই কোটি টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। আজ বুধবার আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট