চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম ওয়াসার সঞ্চালন লাইন চালু হয়নি ৩৬ ঘণ্টায়ও, পানি সংকটে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১’র প্রধান সঞ্চালন লাইন ৩৬ ঘণ্টা পরও চালু করা যায়নি। তাতে বন্ধ রয়েছে প্রকল্পটি। এতে ওয়াসার দৈনিক ১৪ কোটি লিটার পানি উৎপাদন হ্রাস পেয়েছে।

 

জানা যায়, গত সোমবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় প্রধান সঞ্চালন পাইপলাইন স্কেভেটরের আঘাতে ফেটে যায়। তাতে চার ফুট ব্যাসার্ধের সঞ্চালন পাইপলাইন থেকে পানি বের হয়ে পুরো এলাকা সয়লাব হয়ে যায়। খবর পেয়ে ওয়াসার লোকজন ঘটনাস্থলে গিয়ে পানির লাইন বন্ধ করেন।

 

এদিকে, সোমবার পাইপলাইন বন্ধ হওয়ার পর ওয়াসার লোকজন কাজ শুরু করলেও গতকাল মঙ্গলবার রাতেও কাজ শেষ করা যায়নি। রাত ৮টার দিকে ঘটনাস্থলে থাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম দৈনিক পূর্বকোণকে বলেন, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে নগরীর অনন্যা আবাসিক এলাকার পাশে সোমবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১’র প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই প্রকল্পের পানি বন্ধ রয়েছে।

 

ক্ষতিগ্রস্ত পাইপলাইন দ্রুততম সময়ের মধ্যে সচল করতে ওয়াসার লোকজন রাতদিন কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে আজ বুধবার দুপুরে লাইন সচল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন কারণে পাইপলাইনে বড় ধরনের সমস্যা হলে এটি সচলে আরও সময় লাগতে পারে। এতে নগরীতে পানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

 

মাকসুদ আলম বলেন, বর্তমানে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-২’র লাইন সচল রয়েছে। তারপরও বৃহত্তর হালিশহর, আগ্রাবাদ, জামালখান, লালখানবাজার, মাদারবাড়ি, জিইসি, মুরাদপুর, কদমতলী, ধনিয়ালপাড়া, নয়াবাজার, ষোলশহর ২নং গেট, বায়েজিদ, অক্সিজেন, চকবাজার, নন্দনকানন, সিরাজদ্দৌলাহ রোডসহ বিভিন্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটবে।

 

প্রসঙ্গত, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১ ও ২’র মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় কর্ণফুলী নদী থেকে পানি উত্তোলন করে। এরপর পরিশোধন করে নগরীতে ১৪ কোটি করে দৈনিক ২৮ কোটি লিটার পানি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ দেয়।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট