চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম বন্দরে ‘ডিজিটাল গেট ফি’ পুরোদমে চালু

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৯ পূর্বাহ্ণ

অবশেষে চট্টগ্রাম বন্দরের অনলাইনভিত্তিক আরেকটি উদ্যোগ ‘ডিজিটাল গেট ফি’ প্রায় সাড়ে চার বছর পর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। সর্বপ্রথম এটি ২০২১ সালের ১১ জুলাই থেকে চালুর চেষ্টা করা হলেও নানা কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।তবে এবার সেই প্রকল্প ট্রায়াল শেষ করে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধমে পুরোদমে চালু হলো।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট এলাকায় অনলাইন গেট পাস প্রকল্প উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামান।

 

এ সময় বন্দর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে প্রবেশে ডিজিটাল গেট ফি (মোবাইল অ্যাপ) পদ্ধতি চালু হওয়ায় অনলাইনের মাধ্যমে আগে থেকে গেট পাস নেওয়ার সুবিধা পাবেন গাড়িচালকরা। ফলে বন্দর এলাকায় যানজট কমবে এবং সেই সঙ্গে বাড়বে পরিবহন কার্যক্রমের গতি।

 

তিনি বলেন, মোবাইল অ্যাপের ড্যাশবোর্ডে দেখা যায়, কোন সময় গাড়ি বেশি প্রবেশ করছে। চালকরা তা দেখে যানজট না হয় মতো করে বন্দরে এসে দ্রুত তাদের কাজ সেরে চলে যেতে পারবেন। এতে বন্দরের পরিবহন বিভাগ আরও গতিশীল হবে। তবে এ সিস্টেম নতুন হওয়ায় চালকদের অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে এবং এজন্য চালকদের প্রশিক্ষণও দেওয়া হবে।

 

এ প্রসঙ্গে বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক এসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ পূর্বকোণকে বলেন, বন্দরে গাড়ি প্রবেশে যানজট দূর ও গেট পাসের অতিরিক্ত ফি আদায় বন্ধে চট্টগ্রাম বন্দরের চালুকৃত অ্যাপসের মাধ্যমে গেট পাস ইস্যু একটি প্রশংসনীয় উদ্যোগ। এটি পূর্বের মেন্যুয়াল পদ্ধতির চেয়ে খুবই দ্রুত ও সহজ। ঘরে/অফিসে, যেকোন জায়গায় বসে গেট পাস পাওয়া যায়। এর মাধ্যমে সময় এবং অতিরিক্ত ফি আদায়ের হয়রানি বন্ধ হবে। তবে বন্দরের এই প্রশংসনীয় উদ্যোগকে সফল করতে হলে মাঠপর্যায়ে বন্দরের বিভিন্ন গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অনলাইন পেমেন্টে গেটপাস বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে।

 

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে দিনে প্রায় আট হাজার গাড়ি প্রবেশ করে। প্রতিটি গাড়ি গেটপাস সংগ্রহ করে বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে হয়। আগে এ গেটপাস সংগ্রহের জন্য গাড়ির চালক বা সহকারীকে আগে নির্দিষ্ট অফিসে গিয়ে গেটপাস সংগ্রহ করতে হতো। এখন ডিজিটাল গেটপাস অ্যাপ চালু হওয়ায় প্রতিটি গাড়ি ফি বাবদ অনলাইনে ৫৭ টাকা ৫০ পয়সা পরিশোধ করে বন্দরে প্রবেশ করতে পারবে। এতে প্রতিটি গাড়ির ১৫ থেকে ২০ মিনিট সময় বাঁচবে।

 

উল্লেখ্য, পণ্য নিতে সকল সিএন্ডএফ এজেন্টকে প্রবেশকারী পরিবহন বন্দরের টস অনলাইন সফটওয়্যারের মাধ্যমে ‘ডিজিটাল গেট ফি’ পরিশোধ করেই বন্দরে প্রবেশের লক্ষ্যে গতবছরের (২০২৪) ১ জুলাই বন্দরের পরিচালকের (নিরাপত্তা) দপ্তরে এক সভা অনুষ্ঠিত হয়।

 

সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি সিএন্ডএফ এজেন্টকে ‘টেস্ট এন্ড ট্রায়াল’র জন্য নির্বাচন করা হয়। ওইসব সিএন্ডএফ’র গেটপাস ইস্যু ও যানবাহন প্রবেশ/বাহির ব্যবস্থাপনা ‘টস অনলাইন পেমেন্ট ফর গেট টিকিট’ অটোমেশন পদ্ধতিতে বাস্তবায়ন করা হয়। পরবর্তীতে আরও ১৫টি সিএন্ডএফ এজেন্ট নির্বাচন করে গতবছরের অক্টোবর পর্যন্ত মোট ২০টি সিএন্ডএফ এজেন্টের কার্যক্রম ‘টস অনলাইন পেমেন্ট ফর গেট টিকিট অটোমেশন’ পদ্ধতিতে পরিচালনা করা হয়।

 

২০২১ সালের ১১ জুলাই থেকে অনলাইনে ফি পরিশোধের পাশাপাশি নগদ অর্থ পরিশোধের মাধ্যমেও মালবাহী গাড়ি প্রবেশের সুযোগ দেয়া হয়। ওই বছর আধুনিক এ প্রক্রিয়ার সাথে খাপ খাইয়ে নিতে দুই মাসের বেশি সুযোগ দেয়া হয়েছিল। পরে ২ আগস্ট বন্দরের নিরাপত্তা বিভাগ থেকে চিঠি ইস্যু করে একই বছরের ১৫ সেপ্টেম্বর থেকে কোন গাড়ি অনলাইনে আবেদন ও ফি পরিশোধ না করে বন্দরে প্রবেশ করতে পারবে না বলেও ঘোষণা দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট